কলকাতা থেকে হাতে মাত্র ৩ বা ৪ দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন 'কেওনঝাড়'। কী আছে সেখানে? পাহাড়, ঝর্না, গিরিখাত,আবার তেমনি পাবেন বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক স্থান, প্রাচীন মন্দির এবং আরও অনেক কিছু।এত কিছু যদি মাত্র তিন বা চার দিনের মধ্যে উপভোগ করতে পারেন, তাহলে কেন যাবেন না?
জায়গাটি হলো পাশের রাজ্য উড়িষ্যার, 'কেওনঝাড়'। বর্তমানে এটি অনেকের কাছেই পরিচিত, তবে অনেকের কাছে এখনও অজানা। কলকাতা থেকে খুব একটা দূরেও নয়।কেওনঝাড়ের দূরত্ব মাত্র ৩৫০ কিলোমিটার। কেওনঝাড় উড়িষ্যার 'কেন্দুজঝাড় 'জেলায় অবস্থিত। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা , এই কেওনঝাড়ে বাস করেন কিছু আদিবাসী ও সহজ-সরল সাধারণ মানুষ।
চলুন, এবার 'কেওনঝাড়' ট্যুরের সমস্ত খুঁটিনাটি তুলে ধরি এই ব্লগে। অল্প কথায় বিস্তৃতভাবে সব প্রশ্নের উত্তর পাবেন।
কেওনঝাড় পৌঁছাবেন
এবার আসি, কিভাবে আপনি কেওনঝাড় পৌঁছাবেন। আপনি চাইলে দুইভাবে পৌঁছাতে পারেন—রেলযাত্রা কিংবা সড়কপথে। ট্রেনে আসার জন্য তিনটি বিকল্প পথ আছে, আপনার সুবিধামতো যেকোনো একটি বেছে নিতে পারেন।
প্রথমত, হাওড়া থেকে ট্রেনে চেন্নাই লাইনে উড়িষ্যার জাজপুর-কেওনঝাড় রোড স্টেশনে নামতে পারেন। তারপর এখান থেকে গাড়িতে ১২০ কিলোমিটার দূরে কেওনঝাড়ে পৌঁছানো যাবে
কলিকাতা থেকে কেওনঝাড় রুট ম্যাপ
রুট | স্টেশন | দূরত্ব (কিমি) | লিংক |
---|---|---|---|
১. হাওড়া থেকে জাজপুর-কেওনঝাড় রোড | জাজপুর-কেওনঝাড় রোড স্টেশন | ২৭০ | |
২. হাওড়া থেকে খুরদা রোড | খুরদা রোড স্টেশন | ৪৩৬ | |
৩. খুরদা রোড থেকে কেন্দুজহারগড় | কেন্দুজহারগড় স্টেশন | ২৩৪ | |
৪. হাওড়া থেকে বারবিল | বারবিল স্টেশন | ৩৯৮ |
raju
0 মন্তব্যসমূহ