২০২০ সালের মার্চ মাসে সংসদে কৃষক রেলের প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব কার্যকারি ২টি কৃষক স্পেশাল এলো নদীয়া।



 মঙ্গলবার চালু হল কৃষক স্পেশ্যাল ট্রেন (Farmers Special Train)। ২০২০ সালের মার্চ মাসে সংসদে কৃষক রেলের প্রস্তাব দিয়েছিলেন রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। সেই প্রস্তাব কার্যকারি হলো ও সূচনা পর্বে উপস্থিত ছিলেন তিনি।


নদীয়া জেলার ব্যবসায়ী ও কৃষকবন্ধুদের জন্য গত 7ই সেপ্টেম্বর থেকে দুটি কৃষক স্পেশাল ট্রেন চালু করা হলো। প্রথমটি গেদে শিয়ালদহ ও দ্বিতীয়টি শান্তিপুর শিয়ালদহ।  শান্তিপুর শিয়ালদহ  কৃষক স্পেশাল ট্রেনটির স্টপেজ ও সময়সূচী নিম্নরূপ:-

শান্তিপুর                   15.10
ফুলিয়া                     15.21
হবিবপুর                   15.28
কালীনারায়ণপুর জং 15.36
রাণাঘাট জং              15.46
ব্যারাকপুর                16.46
সোদপুর                    16.59
আগরপাড়া                17.02
বেলঘড়িয়া                 17.05
দমদম জং                  17.16
বিধাননগর                 17.21
শিয়ালদহ                   17.34

এই ট্রেনটি 9কোচ যুক্ত হবে যার 4টি কোচ ভেন্ডর কোচ হিসেবে থাকবে। বাকি 5টি কোচে যাত্রীরা বৈধ টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন। এছাড়া শিয়ালদহ শান্তিপুরের মাঝে আরেকটি গ্যালপিং লোকাল চালু হবে। সেই ট্রেনটির স্টপেজ ও সময়সূচী হবে নিম্নরূপ

শিয়ালদহ                11.30
দমদম জং               11.41
বেলঘরিয়া               11.46
আগরপাড়া              11.50
সোদপুর                   11.53
ব্যারাকপুর                12.04
নৈহাটি জং                12.31
কাঁচড়াপাড়া               12.39
কল্যাণী                      12.46
রাণাঘাট জং               13.22    
কালীনারায়ণপুর জং  13.29    
হবিবপুর                     13.34
ফুলিয়া                        13.40
শান্তিপুর                      13.52       , এই ট্রেনগুলো প্রতিদিন চলবে।
 
 
 

টিকিট কেটে ট্রেনে উঠুন। ট্রেন ভ্রমণের সময় অবশ্যই মুখে মাস্ক পড়ুন। সরকারী কোভিড বিধি যথাযথ মেনে চলুন।
(রিপোর্ট - ফ্রানকলি বাঙালি.)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ